Terms and condition
এই ওয়েবসাইটে প্রবেশ বা ব্যবহার করার মাধ্যমে আপনি সমস্ত শর্তাবলী সাথে সমর্থ হবেন যদি আপনি এই শর্ত গুলির সাথে একমত না হোন তবে অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার করবেন না।
১ । ওয়েবসাইট ব্যবহার
fktech24.com শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি। ব্যবহারকারীরা আইন বিরুদ্ধ ক্ষতিকর, প্রতারণামূলক বা আপত্তিকর কোন কাজে এই ওয়েবসাইট ব্যবহার করবেন না। ওয়েবসাইটে কন্টেন্ট কপি, বিক্র্ পুন:প্রকাশ বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা নিষিদ্ধ। fktech24.com এর প্রকাশিত তথ্য সর্বদা সঠিক ব্যাখ্যা চেষ্টা করা হয় তবে আমরা এর পূর্ণাঙ্গতা, যথার্থ বা আপডেট থাকা নিশ্চয়তা দেই না।
২ । দায় সীমাবদ্ধতা
ওয়েবসাইট ব্যবহারকালে ব্যবহারকারী প্রদত্ত যেকোনো তথ্যের জন্য তিনি নিজেই দায়ী থাকবেন। ওয়েবসাইটে কোন স্প্যাম, ভুয়া তথ্য বা ক্ষতিকর কন্টেন্ট প্রদান করা যাবে না।fktech24.com কোন ধরনের আর্থিক প্রযুক্তিগত বা ব্যক্তিগত ক্ষতির জন্য দায়ী থাকবে না।ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে সৃষ্ট যেকোনো ঝুঁকি ব্যবহারকারী নিজের দায়িত্বে হবে।
৩ । শর্ত পরিবর্তন
কর্তৃক যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। শর্তাবলী পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার করলে সেটিকে নতুন শর্ত মেনে নেওয়া হিসেবে গণ্য করা হব। এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। যে কোন বিরোধ দেখা দিলে সেটি দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে।
৪ । কপিরাইট ও মেধা সত্ত্ব
ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত কন্টেন্ট, লোগো, ডিজাইন ও তথ্য, fktech24.comমালিকাধীন অনুমতি ছাড়া এগুলো ব্যবহার কপি ও বিতরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url