রেডমি 5 হাজার টাকার ফোন খোঁজেন আপনার সেরাটা

 রেডমি 5 হাজার টাকার ফোন কিনতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে ঢুকেছে। আজকে এই পোস্টের মধ্যে রেডমি ফোনের দাম ও রেডমি ফোনের আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তাহলে পুরো পোস্টটি পড়ে রেডমি ফোনের বিস্তারিত জানুন।

রেডমি-৫-হাজার-টাকার-ফোন

আপনি এই পোস্টে ঢুকেছেন মানেই আপনি কম দামে ভালো ফোন কিনতে চাচ্ছেন। আর এই পোস্টে কম বাজেটে রেডমি ফোনের বিষয়ে আলোচনা করা হয়েছে। আশা করি পোস্টটি পড়ে আপনি কম বাজেটে ফোন কিনতে পারবেন।

পোস্ট সূচীপত্রঃরেডমি 5 হাজার টাকার ফোন

রেডমি 5 হাজার টাকার ফোন

আপনি কি অল্প বাজেটে ফোন কিনতে চাচ্ছেন। আপনি স্টুডেন্ট বা বেকার টিফিনের টাকা জমে বা অনেক কষ্ট করে টাকা জমে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন। তাহলে আজকের পোস্টটি পড়ে আশা করি কম বাজেটে ভালো ফোন কিনতে পারবেন। আপনি কি জানেন বাজারের লঞ্চ হয়েছে Redmi Note 14. যেটা redmi ফোনের নতুন আপডেট। এই ফোনের ক্যামেরা যা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন ভালোভাবেই।

রেডমি নোট সিরিজের ফোন গুলো প্রাইস এবং কোয়ালিটির দিক থেকে বরাবরই এগিয়ে যাচ্ছে। যে কারণে এই ফোনগুলো জাতীয় ফোনের গেটাপ অর্জন করছে। ২০২৫ সালের শুরুতেই আরো একটি ফোন লঞ্চ হয়ে গেল Xiaomi  Redme Note 14, আবার কি পারবে এই ফোন জাতীয় গেটাপে আসতে।

5 হাজার টাকার ফোনের ডিজাইন ও বাইল্ড

বক্সের শেপের ডিজাইন দেখে আপনার হয়তোবা ভালই লাগবে। পেছনের দিকে একদম ফ্ল্যাট ও সাইটটাও ফ্ল্যাট। এটা একটি প্লাস্টিক বাইল্ট এর তৈরি একটা ফোন। প্লাস্টিক হলেও মোটেও জিপ ফিল হয় না। ক্যামেরা হাউজিংটা ২০২২ সালের একটি কমন একটা ডিজাইন তারপরও ভালো লাগবে আপনার কাছে।

যদি আমরা ফোনটির ওপরে দিকে তাকায় তাহলে দেখতে পাবো 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। এটা মনে হয় নিচের দিকে থাকলে ভালো হতো। নিচের দিকে তারা সিম কার্ডের স্লট দিয়েছে। যেখানে আপনি অনলি দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এবং একটি মাইক্রো ওয়েবজি কার্ড ব্যবহার করতে পারবেন।

আমার মনে হয় এই জায়গায় ইমপ্রুভমেন্ট হয়েছে যেহেতু বেজ বিরিয়ান্ট এর জায়গায় 128 জিবি, মেমরি তার একটা ব্যবহার করা শুধু থাকতো তাহলে ভালো হতো। উপরে রয়েছে স্পিকার। এই ফোনে ব্যবহার করা হয়েছে Dual Stereo Speakers Dolby Atmos. Dual Fee Atop Speaker, এটার সাউন্ড স্পিকার কোয়ালিটি ভালো  লাউডলি এবং ক্লিয়ার। কিন্তু পেজের পরিমাণ কম ৯০% এর কম হলে ভালো লাগবে কিন্তু ৯০% এর বেশি লাউড হলে হতে পারে।এইখানে একটা মজার ব্যাপার আছে। 

আরো পড়ুনঃ Nokia ফোনের আপডেট 

মজার ব্যাপারটা হল এই ফোনের শাওমি স্পেশাল ফিচার IR Blaster Poket Remort রয়েছে। যা দিয়ে আপনি আপনার ঘরে থাকা টিভি, প্রজেক্টর এবং এসি সেগুলোকে আপনি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, রিমোট কন্ট্রোল ছাড়াই। এই ফোনে ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম বাটন রয়েছে যা একেবারে পারফেক্ট জায়গায় রয়েছে। ফোনটা বেশ বড়সড়ো হলেও আপনার ওয়েব ডিস্ট্রিউট এর জন্য আপনি ফোনটিকে হাতে ধরে অনেক ইজি ফিল করতে পারবেন।

ফোনের সামনের দিকে Pang Hold যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। Pang Hold যুক্ত ডিসপ্লে যথেষ্ট ছোট করা হয়েছে। উপরে সীন এবং নিচের সিন একদমই ঠিকঠাক আছে। এইখানে কমপ্লেন করার মত কিছুই নাই। আপনি এগুলো দেখে রেডমি ব্র্যান্ডের শাওমি রেডমি ১৪ কিনে দেখতে পারেন।

 রেডমির গুণগত বৈশিষ্ট্য ও প্রমাণপত্র (Rating and Certification)

এই ফোনের IP54 Water Resistant rating, সুতর।ঘাম বা পানির ছিটা ফুটা থেকে খুব সহজেই রক্ষা করতে পারবেন। আরেকটা ভালো ফিচারস আছে সেটা হচ্ছে এন এফ সি। এন এফ সি কিন্তু অনেক কিছুতেই ব্যবহার হচ্ছে রিসেন্টলি মেট্রোরেলে যে ব্যালেন্স চেক করতে আমরা USB সাপোর্টে যে ফোনগুলো রয়েছে।Card doli cheak করতে পারছি। 

শাওমি কে ধন্যবাদ যে এই বাজেটে তারা এই ফোন দিয়েছে। এই ফোনটা আপনারা চার বছরের মেজর আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট দিয়েছে। যেটা নিয়ে আমরা প্যারায় থাকি সেটা শাওমি আমাদের এই প্যারা দূর করে দিয়েছে।

 Redmi Note 14 ফোনের ডিসপ্লে

এই ফোনে 667 FULL-HD+ Amoled Panel রয়েছে। ডিসপ্লে রেজুলেশন 2400 *1080 px আর এদিকে120 Hz Refresh Rate আর ডিসপ্লে 240 Hz Touch Smpling rate,heigher refresh এর সাথে ভালো Rate থাকায় ক্রলিং রেজুলেশন সবকিছুতেই Smooth Experience রয়েছে। ফোনটিতে 1800 Nits Brightness রয়েছে। ইনডোরের পাশাপাশি সকল অল্প আলোতে ব্যবহার করলে দেখতে কোন প্রবলেম হবে না।

ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বেশ ভালো। শার্প এন্ড কালারফুল। বিশেষ করে ওয়েলি ডিসপ্লে হওয়ার কারণে ব্যাক লেভেলটা অনেক ডীপ। ডিসপ্লের দিকে তাকালে মনে হবে তাকিয়ে থাকতে থাকতে মন চাবে। এই ফোনটির কালার কোন ইস্যু নেই। এছাড়াও কিন্তু  অ্যাঙ্গেল টাও ভালো এতে Widevin LI Certification রয়েছে যার ফলে OTT Content গুলো আপনারা সহজে HD তে উপভোগ করতে পারবেন।

আরো পড়ুনঃ জেনে নিন ভালো রুম হিটার কোনটি

ডিসপ্লে দিয়ে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে Corning Gorilla Glass 5 protection ব্যবহার করেছে। সুতরাং ডিসপ্লে প্রোটেকশন নিয়ে ভাবার কিছুই নেই। ডিসপ্লেতে শাওমি রেডমি রেডিং মোড এড করেছে। বিশেষ করে যারা লং টাইম ধরে বই পড়েন বা ফোন ইউজ করেন, বিশেষ করে রাতের বেলায় ফোনটা ব্যবহার করেন তখন রেডী মোড় অন করে দিলে ফোনের স্কিন থেকে আশা ব্লু রসিক সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়।

আর এটার জন্য কিন্তু ফোনের SGS Low Blue Light Certification ব্যবহার করেছে। এ বিষয়টা এভোয়েড করে গেলেও এটা অনেক দরকারী একটা জিনিস। কারণ আমরা যখন ম্যাক্সিমাম সময় ফোনের দিকে তাকিয়ে থাকে, তো ডিসপ্লে থেকে আসা রশি আমাদের চোখের ক্ষতি করে। এই ফোন ব্যবহার করলে অনেকটা কমবে।

ফোনের CUP And GUP

এই ফোনে হারবাল সিলেকশনে রয়েছে CUP Helio-699-ultra আর  GUP Daali-657-Mc2. এইখানেCUP Helio-699-ultra 2024 অনেক ব্যবহার হয়েছে এবং এটি খুব একটা স্টেবল এবং চিপসেট খুবই ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। বাজেট অনুযায়ী সব ঠিকঠাক থাকলেও 2025 সালে এসে শাওমি সেটাতে একটু নজর দেওয়া উচিত ছিল।

Leteast চিপসেট দেওয়া উচিত ছিল। এই ফোনের পারফরম্যান্স চেক করার জন্য হেভি গেম পাবজি, ফ্রি-ফায়ার মোটামুটি সব গেমই রান করতে পারবে। আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে এই ফোন সাপোর্ট দিতে পারে। তাই সব জেনে বুঝে দেখে শুনে ফোন কিনবেন।

 Redmi Note 14 র‍্যাম এবং রোম

ফোনটি র‌্যাম হিসেবে থাকছে LPDDR 4X ROM Type UFS 2.2 এটা রিড এবং রাইড এর জন্য পারফেক্ট। অ্যাপ ওপেনিং এন্ড ক্লোজিং সবকিছুই ঠিকঠাক।

ফোনের ক্যামেরা  Redmi Note 14

আজকের আধুনিক যুগে ফোনের ক্যামেরাটাই মেইন। কেননা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পিক আপলোড করে থাকে। যদি এডিট ছাড়ায় পিক আপলোড করা হয় তাহলে কতই না ভালো। তাই চলুন এই ফোনের ক্যামেরাটা নিয়ে আলোচনা করা যাক ক্যামেরা শেষ হয়ে থাকতে তিনটা ক্যামেরা। প্রথমটা প্রাইমারি ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা180 MP মেইন ক্যামেরা দ্বিতীয় ক্যামেরা 2MP ডিপ ক্যামেরা,2MP মাইক্রো ক্যামেরা।

ফোনটি সেলফিতে ক্যামেরাতে দেয়া রয়েছে 20 MP ফন্ট দে লাইট বা প্রোপার লাইট কন্ডিশনে এই ক্যামেরা কিন্তু ভালো মানের ছবি প্রডিউস করতে পারে। xiaomi note সিরিজের ফোন সকল মানুষের টার্গেট করে বাজারে আনে। তারা ভাবে যে সব দিকেই যেন বজায় থাকে। এজন্য ন্যাচারাল কালার প্রোভাইড করে। এটা অনেক ভালো লেগেছে যে প্রটেট ক্যামেরা তে ছবি উঠালে seculation বাড়ালে আই ক্যাচিং করে তোলে।

আরো পড়ুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন

সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এমন পিক এডিট ছাড়াই বানিয়ে দেয়। xiaomi ক্যামেরা ফিউচারসে কিন্তু এ আই যুক্ত করেছে। ফোনটি সেলফি ক্যামেরা তেও ভালো ছবি তোলে। তাই ফোনটি অনেক কাজের বলে মনে করা হচছে। 

ফোনের ব্যাটারি পাওয়ার

ফোনের ব্যাটারি পাওয়ার সেকশনে 5500 MAH Batery দেওয়া হয়েছে  তার সাথে আবার 33 wait এর চার্জার দেওয়া হয়েছে। এর চমৎকার একটা কম্বিনেশন। কোনটা নরমাল ইউজ করলে দুইদিন যাবে চার্জ আর হেভি ইউজ করলে একদিন চার্চে যাবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের পেয়ারা আছে তারা এই ফোন ব্যবহার করতে পারেন।

গেভিং লাভারদের জন্য এই ফোনটা ভালো হবে। কোন ঝামেলা ছাড়াই  একবার চার্জে দিলে অনায়াসে একদিন চলে যাবে গেম খেললেও। তাই গেম লাভারদের এটা সাজেস্ট করা যেতে পারে।

ফোনের অন্যান্য দিক

এই ফোনের কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেকশন, ডাউনলোড, এই ধরনের কোনো সমস্যা নেই। খুব সহজেই ওয়াইফাই, এমবি দিয়ে চালাতে পারবেন। নেটওয়ার্ক কানেকশন অনেক ভালো যা আপনাকে ফোনের দিক দিয়ে স্বস্তিতে রাখবে। তাই এই ফোনটি ব্যবহার করে দেখতে পারেন। আর না কিনলেও দোকানে গিয়ে দেখে আসতে পারেন সে আসলে কোয়ালিটিটা কি রকম। 

শেষ কথাঃ রেডমি 5 হাজার টাকার ফোন 

রেডমি 5 হাজার টাকার ফোন কিনে যদি ঠিকমতো কাজ না করে তাহলে ফোন কিনে তো বৃথা হবে। তাই কোথায় আছে যত গুড় দিবেন তত মিষ্টি হবে। আপনি যত কম বাজেটের মধ্যে কোন নিবেন আপনার ফোনে তত সমস্যা বেশি দেখা যাবে। তাই ধৈর্য ধরে টাকা ইনকাম করে ফোন কেনার চেষ্টা করবেন।

এতে আপনার ঠকার চান্স অনেক কমে যাবে। আজকের এই পোস্টটি রেডমি 5 হাজার টাকার ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ পোস্টটি পড়ে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার কমেন্ট বক্সে এসে টুক করে কমেন্ট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url