চুলের যত্নে কালোকেশি পাতার ব্যবহার

চুলের যত্নে কালোকেশী বা কেশরাজের ব্যবহার অতুলনীয় ।কালোকেশী বা কেশরাজের অন্য আরেকটা নামে পরিচিত সেটা হল কেশকুমারি । আজকে আমাদের পোস্টে আলোচনা করা হয়েছে চুলের যত্নে কালোকেশি সেই পাতার ব্যবহার এবং কিভাবে কালোকেশি গাছ চিনবেন তা নিয়ে।

চুলের-যত্নে-কালোকেশি-পাতার-ব্যবহার

অঞ্চল ভেদে বিভিন্ন নামে চিনে এই ভেষজও গুন সম্পন্ন উদ্ভিদকে। চুলের যত্নে ঘরোয়া উপায়ে চুলকে সুন্দর, সিল্ক, করতে চাইলে কেশকুমারি ব্যবহার করতে হবে। তাহলে চলুন কালকে সেই গাছ নিয়ে আলোচনা করা যাক। 

পোস্ট সূচিপত্র ঃচুলের যত্নে কালোকেশি পাতার ব্যবহার 

কেশরাজ গাছ চেনার উপায় হল

কেশরাজ গাছের ডালপালা হালকা খয়েরী ও সবুজ হয়ে থাকে।কেশরাজ গাছের ফুল গুলো সাদা ও হলুদ রঙের হয়ে থাকে।পাতাগুলো সামান্য লম্বা হয়ে থাকে। গাছগুলো চেনার উপায় হল কেশরাজ গাছ  আগাছার মত জন্মায়। কেশরাজ গাছ সাধারনত ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা হয়ে থাকে। অনেক গুলো শাখাপ্রশাখা হয়।খেতের আইল,পুকর বা ডোবার পাশে,রাস্তার পাশে

কালোকেশী বা কেশরাজ গাছ ব্যবহারের প্রধতি

কালোকেশী বা কেশরাজ গাছ পাতা,ডাল শেকড় বাকড় বা মূল তুলে নিয়ে এসে  (কাচি বা বটির দরকার নাই হাত দিয়েই তুলা যাই ,অনেক নরম হয় ) পানি দিয়ে ভালো করে ধুয়ে,পানি ঝরিয়ে শিল পাটাই বা ব্লেনডারে পিশে রসগুলো ছেকে নিতে হবে।রস গুলো চুলসহ মাথার তালুতে ভাল করে দিতে হবে।

কালোকেশীর রস কতক্ষন মাথাই লাগিয়ে রাখা উচিত

যেদিন কালোকেশীর রস মাথাই লাগাবেন তার আগের দিন মাথা শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিবেন,তারপর রসটি মাথাই লাগাবেন। এতে ফলাফল ভালো পাবেন আশা করা যাই। রস লাগানো মাথা ১ থেকে ৩ ঘণ্টা রাখতে পারেন।পরে আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন। স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

চুলের যত্নে কালোকেশীর উপকারিতা

চুলের যত্নে কালোকেশীর উপকারিতা রয়েছে অনেক।প্রাচীন কাল থেকে চুলের যত্নে কালোকেশী বা কেশরাজ অথবা কেশকুমারি ব্যবহার হয়ে আসছে।চুলকে নতুন জীবন দিতে হলে ১৫ দিন  কালোকেশীর রস ব্যবহার করে দেখেন  আপনি শিহরিত হয়ে যাবেন চুলের পরিবর্তন দেখে। চুলকে ঘন,কালো ,মসৃণ ও লম্বা করবে।চুল দৃত লম্বা করতে চাইলে কালকেশির রস ব্যবহার করবেন। কেশকুমারি ব্যাবহারে মাথা ঠাণ্ডা থাকে,খুসকি দূর হয়,উকুন দূর হয়,নতুন চুল গজাতে সাহায্য করে।

কালোকেশীর অপকারিতা

কালোকেশীর অপকারিতা নাই বললেই চলে।একটা হল পাটাই বাটলে হাত কালো হয়ে যাই। মাথাই দিয়ে লং টাইম বসে থাকা লাগে, শোয়া যাই না বিছানা ,বালিশ নষ্ট হয়ে যাবে। তাছাড়া যাদের ঠাণ্ডা লাগার সমস্যা আছে তারা ব্যবহার করতে পারবেন না।

কালোকেশী রসের সাথে আর কি মেশানো যাবে 

কালোকেশী রসের সাথে জবা ফুল,পাতা বেটে এক সাথে লাগাতে পারেন।কারন জবা ফুল বা পাতায় অ্যান্টিঅক্সিডেন্ত আছে যা নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া মেথি বেটেও দিতে পারেন এতে চুল সিল্কি হবে।মেহেদির পাতাও লাগাতে পারেন। কালোকেশী রসের সাথে পেঁয়াজের রসের কোনও তুলনা হয় না।

শেষ কথাঃ চুলের যত্নে কালকেশী পাতার ব্যবহার

কালোকেশি গাছ একটি ভেষজও গুন সম্পন্ন উদ্ভিদ। আমাদের চুলকে ঘন কালো এবং মৃসন করে। কালোকেশী ব্যবহারে চুল হবে সুন্দর এবং আকর্ষণীয় যা দেখে আপনি নিজেই শিহরিত হয়ে যাবেন। আজকের পোস্টটি চুলের যত্নে কালো কেশী পাতার ব্যবহার করে ভালো লাগলে বা উপকারে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url