কালো ত্বক ফর্সা করার ১০ টি ঘরোয়া টিপস
কালো ত্বক ফর্সা করার উপায় আমরা গুগল এসে প্রায়ই খুঁজে থাকি যে কিভাবে ঘরোয়া উপায়ে ফর্সা হওয়া যায়। আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কিভাবে কালো ত্বক ফর্সা করবেন এবং কিভাবে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা যায়।
জন্মগতভাবে আমরা একেক জন একেক রকম বর্ণের হয়ে থাকি। কেউবা ফর্সা কেউবা শ্যামলা আবার কেউ বা কালো। যাদের বর্ণটা একটু কালো তারাই বুঝতে পারে ফর্সার কত কদর। তাই আজকের পোস্টের মাধ্যমে ঘরোয়া উপায়ে কালো ত্বক ফর্সা করার উপায় ব্যাখ্যা বিশ্লেষণ করবো।
কালো ত্বক ফর্সা করার
কালো ত্বক ফরসা করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যাই। এসব রাসায়নিকযুক্ত ক্রিম বাবহারে ত্বকের অনেক ক্ষতি হয়।তাই রাসায়নিক উপাদান যুক্ত ক্রিম ব্যবহার করার আগে ত্বকের বিষয়ে সব কিছু বিবেচনা করা উচিত। সারা শরীরের ত্বক থেকে মুখের ত্বক সব থেকে সেনসিটিভ। তাই সেনসিটিভ স্কিনের জন্য প্রাকিতিক উপাদান সমৃদ্ধ ক্রিমের দিকে মনোযোগ দেয়া উচতি সবার।
আমাদের হাতের কাছে অনেক উপাদান রয়েছে যা দিয়ে আমরা কালো ত্বক উজ্জ্বল করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এসব জিনিস দিয়ে রূপচর্চা করা যায়। যা আমরা অনেকেই জানিনা। কালো ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় নিয়ে অনেকের মধ্যেই অনেক রকম বিভ্রান্তি থাকে। প্রত্যেক ত্বকের রং তার তার নিজের সৌন্দর্যে সমানভাবে অসাধারণ। তবে, যত্নের মাধ্যমে আরও উজ্জ্বল এবং প্রাণবন্ত-করা সম্ভব। আজকে আমরা আলোচনা করবো কালো ত্বক ফর্সা করার কিছু প্রাকৃতিক উপায় নিয়ে যা আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
মসুর ডাল,আলু ও মধু্র ফেসপ্যাক
ত্বকের যত্নে মসুর ডাল প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে কাজ করে। মসুর ডাল ত্বকের ভেতর থেকে ময়লা টেনে বের করে। মসুর ডাল, আলুর রস ও মধুর ফেসপ্যাক বানিয়ে মুখে লাগালে মুখ ভিতর থেকে উজ্জ্বল সুন্দর এবং মসৃণ হবে।
ফেসপ্যাক তৈরি পদ্ধতি
এক মুষ্টি ডাল নিবেন। ডালগুলো ভালোভাবে ধুয়ে নিবেন। সারারাত ভিজিয়ে রাখবেন তারপর ব্লেন্ডার বা পাটায় বেটে নিবেন। আলুর খোসা ছাড়িয়ে নিবেন তারপর ব্লেন্ডারে বা পাটায় ভালোভাবে বেটে রসগুলো ছেঁকে নিবেন। তারপর ডাল বাটা আলু রস এবং এক চামচ পরিমাণ মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবেন। মুখ সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ডালের রেমেডিটি মুখে লাগিয়ে শুকনোর আগ পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ফেসওয়াশ দিলেও হবে আবার না দিলেও হবে।
মসুর ডাল ও চালের গুঁড়ার প্যাক
মসুর ডাল বাটা ও চালের গুঁড়ার ফেসপ্যাক তৈরি করে ত্বকে লাগালে ত্বক এক্সফলিয়েট হয় এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে একবার হলেও এটি ব্যবহার করা উচিত। প্রথম ব্যবহারে এটির গুনাগুন বুঝতে পারবেন।
ফেসপ্যাক তৈরি পদ্ধতি
মসুর ডালের গুড়া
ফেসপ্যাক তৈরির পদ্ধতি
একটি পরিষ্কার বাটিতে দুই চামচ মসুর ডালের গুড়া বা বাটা নিন, চালের গুড়া এক চামচ এবং কাঁচা দুধ নিয়ে একসাথে মিশিয়ে প্রয়োজন হলে একটু পানিও নিতে পারেন। মুখ ও গলায় সমান ভাবে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন তারপর হালকা হাতে স্ক্রাব করুন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।
মধু ও দুধের ফেসপাক
মধু ও দুধ প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং ত্বককে উজ্জ্বল ও ফরসা করে তোলে।অবশ্যই কাঁচা দুধ হইতে হবে।
আরও পড়ুনঃচুলের যত্নে কালোকেশী বা কেশরাজ অথবা কেশকুমারির ব্যবহার
টকদই ও বেসনের ফেসপ্যাকঃ
টকদই ও বেসন পরিমান মত মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের ময়লা দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখাই । বেসন ত্বকের কালো দাগ রিমুভ করতে সাহায্য করে।
পাকা পেঁপের মাক্সঃ
পাকা পেঁপের ত্বকের জন্য জাদুকরি উপাদান। পাকা পেঁপে ত্বকের মৃত কোষ দূর করে,নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। ত্বককে করে তোলে কোমল ও সুন্দর।
লেবুর রসঃ
লেবুর রস প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে এবং ত্বককে এক্সফোলিয়েট করে।ত্বককে সুন্দর করে লেবুর রস।
টকদই ও মসুর ডালের ফেস প্যাকঃ
রোদে পোড়া ভাব দূর করতে মসুর ডাল বাটা ,টকদই এবং বেসন ব্যবহার করা যাই।ত্বককে টানটান করতেও এটি করা যেতে পারে।
মনে রাখবেন,ত্বক ফর্সা করার ক্রিম ব্যবহারের আগে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত।
ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url