রুম হিটারের দাম কত?সেরা ৫ ব্যান্ডের রুম হিটারের প্রাইস ২০২৫

  রুম হিটারের দাম কত এই সম্পর্কে জানতে চাচ্ছেন? আজকের এই আর্টিকেলে রুম হিটারের দাম? সেরা ৫ ব্যান্ডের রুম হিটারের প্রাইস ২০২৫ এবং ভালো মানের রুম হিটার কোনটি সেই সম্পর্কে আলোচনা করব। রুম হিটার ব্যবহার সম্পর্কিত সকল ধারণা পাওয়ার জন্য পোষ্টটি ভালো করে পড়ুন।

রুম-হিটারের-দাম-কত?সেরা-৫-ব্র্যান্ডের-হিটার

শীতকালে আমাদের ঘরকে উষ্ণ এবং আরামদায়ক রাখার জন্য রুম হিটার ব্যবহারে প্রয়োজন পড়ে। তাই অনেকে গুগলে এসে রুম হিটারের দাম কত এই সম্পর্কে জানতে চান। তাই আপনাদের সুবিধার জন্য রুম হিটার বাংলাদেশ প্রাইস সম্পর্কে সব ডিটেলস তুলে ধরা হয়েছে।

পোস্ট সুচিপত্রঃ রুম হিটারের দাম কত?

রুম হিটারের দাম কত?

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দামের রুম হিটার রয়েছে। এক একটা ব্র্যান্ডের এক এক রকমের দাম। তবে সব থেকে ভালো ব্র্যান্ড হলো ওয়ালটন। আপনারা যারা প্রথমবারের মতো রুম হিটার কিনতে চাচ্ছেন তারা হয়তো জানেন না, রুম হিটার বাজার মূল্য কত এবং কোন রুম হিটার ভালো। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকে আমাদের এই আর্টিকেলটি রুম হিটারের দাম কত এবং কোন রুম হিটার ভালো সেগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই ভালো রুম হিটার কিনতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

শীতকাল এলেই উন্নত দেশগুলোর মত বাংলাদেশেও রুম হিটারের প্রয়োজন দেখা দেয়। রুম হিটারের বিশেষত্ব হল অল্প সময়ে শীতকালে ঘরকে গরম করে। রুম হিটারে ধাতুর পাত এবং সিরামিক কোর থাকায় এটি থেকে গরম হওয়া বের হয়। যাদের পরিবারে বৃদ্ধ বা ছোট বাচ্চা আছে শীতকালে তাদের রুমে রুম হিটারের প্রয়োজন পড়ে বেশি। কারণ দেখা যায় অনেক বৃদ্ধ মানুষ আছে যারা ঠান্ডা সহ্য করতে পারে না এবং অনেক কষ্ট হয়।

তাদের জন্য রুম হিটার বা সাধারণ মানুষেও রুম হিটার ব্যবহার করতে পারে। রুম হিটারের মূল্য সাধারণত ১২০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত। শীতের আগেই যারা অল্প বাজেটের মধ্যে রুম হিটার কিনতে চাচ্ছেন? তারা ভিশন রুম হিটার দেখতে পারেন। কেননা, ভিশন দিচ্ছে দামে সাশ্রয়ী এবং গুনে মানে সেরা রুম হিটার। যা ব্যবহার করে আপনি কমফোর্ট ফিল করবেন। তাহলে চলুন জানা যাক কোন ব্র্যান্ডের রুম হিটার সেরা।

ওয়ালটন রুম হিটারের দাম ২০২৫

বাংলাদেশে সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন ব্র্যান্ড, যার পণ্যগুলো ভালো সার্ভিস দেয়। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ওয়ালটন রুম হিটারের দাম কত। এখন আমি আপনাদের ওয়ালটন রুম হিটারের বিভিন্ন সাইজ, মডেল, কালার এবং দাম নিয়ে আলোচনা করব। যেন আপনারা সহজেই আপনাদের পছন্দের পণ্যটি সবকিছু জেনে ক্রয় করতে পারেন। তাহলে চলুন জানা যাক। 

  • WRH-FH002 মডেলটির মূল্য ১৬৫০ টাকা-১০০০ ওয়াট 
  • WRH-FH003 মডেলটির মূল্য ২৩৭০ টাকা-২০০০ ওয়াট
  • WRH-PTC0X মডেলটির মূল্য ২৯৯০ টাকা-১৫০০/২০০০ ওয়াট
  • WRH-PTC205T মডেলটির মূল্য ৪৯৯০ টাকা-২০০০ ওয়াট
  • WRH-PTC302W মডেলটির মূল্য ৭৫০০ টাকা-২০০০ ওয়াট 
  • WRH-PTC007 মডেলটির মূল্য ২৯৯০ টাকা-২০০০ ওয়াট 
  • WRH-PTC001 মডেলটির মূল্য ২২৮০ টাকা-১০০০\ ২০০০ ওয়াট 
  • WRH-PTC003 মডেলটির মূল্য ২২০০ টাকা-২০০০ ওয়াট
  • WRH-PTC006 মডেলটির মূল্য ২২৫০ টাকা-২০০০ ওয়াট
  • WRH-PTC009 মডেলটির মূল্য ১৮৪৮ টাকা-১০০০ ওয়াট
  • WRH-PTC203T মডেলটির মূল্য ৩৯৬০ টাকা-১০০০/২০০০ ওয়াট
  • WRH-PTC301W মডেলটির মূল্য ৪২০০ টাকা-২০০০ ওয়াট
  • WRH-PTC4 মডেলটির মূল্য ২৮২০ টাকা-১০০০/২০০০ ওয়াট
  • WRH-PTC204T মডেলটির মূল্য ৩০৮০ টাকা-২০০০ ওয়াট
  • WRH-PTC202 মডেলটির মূল্য ২৫০০ টাকা-২০০০ ওয়াট
  • WRH-PTC002 মডেলটির মূল্য ৩১০০ টাকা- ২০০০ ওয়াট

ভিশন রুম হিটারের দাম ২০২৫

অল্প দামে ভালো রুম হিটার কিনতে হলে ভিশন রুম হিটার কিনুন। ওয়ালটনের মত ভিশন কোম্পানি একটি ব্র্যান্ড কোম্পানি। ওয়ালটন কোম্পানির মতো ভীষণ কোম্পানি ও ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করছে। ভিশন কোম্পানির রুম হিটার আপনি ১৪০০ থেকে ২ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন। তাহলে চলুন ভিশন রুম হিটারের দাম ২০২৫ সম্পর্কে জানা যাক।

  • vision room heater with smooth movie-white-মডেলটির মূল্য-৩৬০০ টাকা
  • Vision room heater easy-white-মডেলটির মূল্য-১৬০০ টাকা
  • Vision room comfortor easy-black-মডেলটির মূল্য-১৬৫০ টাকা
  • Mission room comforter easy-rad-মডেলটির মূল্য-১৫০০ টাকা
  • Vision room comforter Wall mount 01-মডেলটির মূল্য-৫৯০০ টাকা
  • Vision room comforter Wall mount 02-মডেলটির মূল্য ৫৯০০ টাকা
  • Vision room comforter-easy-black-মডেলটির মূল্য-১৫০০ টাকা
  • Vision room comforter-easy-Grey-মডেলটির মূল্য-১৫৫০ টাকা
  • Vision room comforter-easy-yellow-মডেলটির মূল্য-১৫০০ টাকা
  • Vision room comforter-easy-green-মডেলটির মূল্য ১৫০০ টাকা
  • Vision room comforter REL radiation-white-মডেলটির মূল্য-৩৪৮০ টাকা

সিঙ্গার রুম হিটারের দাম ২০২৫

সিঙ্গার একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, বর্তমানে বাংলাদেশে সিংগারের টিভি, ফ্রিজ, ওয়াটার হিটার , রুম হিটার এবং অনেক অনেক পণ্য পাওয়া যায়। সিঙ্গার কোম্পানি বাজারে নিয়ে এসেছে রুম হিটার যা অল্প সময়ে ঘরকে ঠান্ডা থেকে গরম করবে। তাহলে চলুন সিঙ্গারকোম্পানির রুম হিটারের দাম ও মডেল সম্পর্কে জেনে আসি।

  • Singer Heart Gloe DX-White মডেলটির মূল্য-১৭৯০ টাকা

  • Singer HC30T Plus-মডেলটির মূল্য-৩২৯০ টাকা

  • Singer  HC30T DX-মডেলটির মূল্য-৪৮৯০ টাকা
  • Singer Ceramic Heater-মডেলটির মূল্য-৩৬০০ টাকা
  • Singer OFR 13F-মডেলটির মূল্য-১০৯৫০ টাকা
  • Singer stailess stell Electric Room Heater-মডেলটির মূল্য-২৮০০ টাকা

মিয়াকো রুম হিটারের দাম ২০২৫

মিয়াকো কোম্পানী আলোচিত একটি কোম্পানি। এই কোম্পানির রুম হিটার গুলো কোন মানে ভালো যা ব্যবহার করে মানুষ সাচ্ছন্দ বোধ করে। তাই মিয়াকো কোম্পানি আজকে বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ডের মতোই ভালো মানের একটি ব্র্যান্ড। মিয়াকো কোম্পানির মিটারগুলো সাধারণত মূল্য একটু বেশি। তাহলে চলুন মিয়াকো কোম্পানির রুম হিটার গুলো দাম ও মডেল জানি।

  •  Miako room heater-PTC-A3-black-মডেলটির মূল্য-২৮০০ টাকা
  • Miako room heater-PTC-10M-red-মডেলটির মূল্য-৩২০০ টাকা
  • Miako-PTC-602-black with white-মডেলটির মূল্য-৩৩০০ টাকা
  • Miako-PTC-2068-black-মডেলটির মূল্য-৩১০০ টাকা
  •  Miako room heater-PTC-158-black-মডেলটির মূল্য-২৬৯০ টাকা

আরএফএল রুম হিটারের দাম 2025

আরএফএল কোম্পানি কথা আসলেই মনে হয় আমাদের দৈনিন্দর জীবনে ব্যবহারের জিনিসপত্রের কথা মনে পড়ে।আমরা আরএফএল এর অনেক কোন সামগ্রী ব্যবহার করি। সেই রকম ভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর পাশাপাশি শীতের সময় ঘরকে গরম করতে আরএফএল কোম্পানি নিয়ে এসেছে ভালো মানের রুম হিটার। তাহলে চলুন আরএফএল এর রুম হিটার গুলোর মডেল ও দাম দেখে আসি।
রুম-হিটারের-দাম-কত?সেরা-৫-ব্র্যান্ডের-হিটার
  • RFL vigo Room Heater-White-মডেলটির মূল্য-১৪০০ টাকা-২০০০ ওয়াট
  • RFL click Room Comfroter-black-মডেলটির মূল্য-১৩০০ টাকা-দুই হাজার ওয়াট

ভিগো কোম্পানির রুম হিটারের দাম ও মডেল

অন্যান্য ব্র্যান্ডের মতোই ভিগো কোম্পানি বাজারে নিয়ে এসেছে রুম হিটার। বর্তমান বাংলাদেশে ভিগো ব্র্যান্ডের টিভি,  ফ্রিজ ,এসি এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রয়েছে। ভিগো কোম্পানির পণ্যগুলো মনে মানে সেরা। তাহলে চলুন ভিভো কোম্পানির রুম হিটার নিয়ে আলোচনা করা হোক। 

  • Vigo Room Comforter-Radation- Black-মডেলটির মূল্য-৩৯৫০ টাকা
  • Vigo Room Heater- black-মডেলটির মূল্য-১৫৯০ টাকা

প্যানাসিক রুম হিটারের দাম ২০২৫

 টিভি, ক্যামেরা, ফ্রিজ এর জন্য প্রসিদ্ধ প্যানাসনিক কোম্পানি  বর্তমানে অনেক ভালো কোয়ালিটির রুম হিটার বাজারে এনেছে। চলুন বাংলাদেশী বাজারে প্যানাসনিক রুম হিটার গুলোর দাম কেমন তা এবার দেখে নিই।

  • DAN-RH150EC মডেলটির দাম-১৯৫০ টাকা।
  • Quartz Room Heater মডেলটির দাম বর্তমানে-৬৬০০ টাকা।

স্যামসাং কোম্পানির হিটারের দাম ২০২৫

স্যামসাং মূলত মোবাইল ফোন কোম্পানি হিসেবে আমাদের নিকট অধিক পরিচিত। কিন্তু বর্তমানে আমাদের দেশের স্যামসাং কোম্পানির বেশ কিছু উন্নত মানের রুম হিটার পাওয়া যাচ্ছে। যারা অধিক দামী রুম হিটার ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ হতে পারে samsung কোম্পানির রুম হিটারগুলো। চলুন স্যামসাং রুম হিটার বাংলাদেশ প্রাইস সম্পর্কে জেনে নিই।
  • Room H Thermostat মডেলটির দাম-১২৪৯ টাকা 
  • Samsung Room Heater এর মূল্য-৪২০০ টাকা 
  • Rowa Oil Radiator মডেলটির দাম প্রায়-১৪,৮০০ টাকা

রুম হিটার ব্যবহারের সাধারণ কিছু নিয়ম

আপনারা তো রুম হিটার এর দাম ও মডেল সম্পর্কে অবগত হয়েছেন। এখন আপনাদের বাজেট অনুযায়ী আপনার পছন্দের রুম হিটার কিনে পরিবারকে আনন্দ এবং স্বাচ্ছন্দ দিন। আপনারা কি রুম হিটার ব্যবহারের নিয়ম-কানুন জানেন? যদি রুম হিটার ব্যবহারে নিয়ম কানুন না জানেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তাহলে চলুন রুম হিটার ব্যবহারের সাধারণ কিছু নিয়ম জেনে নেওয়া যাক।
রুম-হিটারের-দাম-কত?সেরা-৫-ব্র্যান্ডের-হিটার
  • রুম হিটার সাধারণত ফাঁকা জায়গায় যেমন জানালার পাশে বা দরজার পাশে লাগানো উচিত। যখন রুম হিটার চালু করবেন তখন অবশ্যই ঘরের ফাঁকা স্থানগুলো আংশিক ফাঁকা রাখুন কারন বাতাস চলাচলের অব্যাহত থাকলে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা কম হবে।
  • রুম হিটার শিশুদের নাগালে বাহিরে রাখবেন। কেননা রুম হিটারে পানি বা কয়েলের ক্ষতি হলে হিটার চলবে না। তাছাড়া অনেক সময় বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে।
  • রুম হিটার চালানোর কয়েক মুহূর্তের মধ্যে যদি রুম গরম হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ হিটারটি বন্ধ করে দিতে হবে।
  •  হিটার এমন জায়গায় রাখুন যেখানে কাপড়, কাগজপত্র, বা অন্যান্য দাহ পদার্থ থেকে দূরে থাকে। হিটার চালানোর আগে খেয়াল করুন যে বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কিনা এবং হিটারটি ঠিকমত তাপমাত্রা দিচ্ছে কিনা।
  • রুম হিটার দীর্ঘক্ষন চালানো থেকে বিরত থাকুন। কারণ দীর্ঘক্ষণ রুম হিটার চালালে যেমন বৈদ্যুতিক অপচয় হয় তেমনি নানা সমস্যা হতে পারে। তাছাড়া নিয়মিত এটাটি পরিষ্কার রাখুন এবং রক্ষণাবেক্ষণ করুন, যাতে এটি নিরাপদে কাজ করে।
  •  হিটার চালালে ঘরের আদ্রতা শুষ্ক হয়ে যেতে পারে, তাই হিটার চালানোর সময় পানি ভর্তি পাত্র ঘরের নির্দিষ্ট স্থানে রেখে দিন তাহলে ঘরের আদ্রতা বজায় থাকবে।

রুম হিটার ব্যবহারের উপকারিতা

  • রুম হিটারের প্রধান উপকারিতা হল এটি শীতকালে দ্রুত এবং তাৎক্ষণিক ঘর গরম করতে পারে, যা আরামদায়ক উষ্ণতার প্রদান করে।
  • অনেকের বাড়িতে বুড়ো মানুষ রয়েছে যারা ঠান্ডা সহ্য করতে পারে না তাদের জন্য রুম হিটারটি কার্যকরী সমাধান।
  • বর্তমানে রুম হিটারগুলো অনেক ছোট এবং গ্রহণযোগ্য হওয়ায় রুমের যেকোন স্থানে লাগানো যায় এবং প্রয়োজন অনুসারে স্থানান্তর করা যায়।
  • শীতের সময় সারাদিনের তুলনায় রাতের উষ্ণতা বেশি প্রয়োজন। তাই রুম হিটার দিনের তুলনায় রাত্রে বেশি প্রয়োজন পড়ে।
  • শীতকালে অতিরিক্ত ঠান্ডা হলে ঠান্ডা হাত থেকে রেহাই পেতে রুম হিটার এক কার্যকরী উপাদান।
  • রুম হিটার সঠিকভাবে ব্যবহার করলে আরামদায়ক এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারে।

রুম হিটারের ক্ষতিকর দিক

শীতকালে রুম গরম রাখার জন্য বিভিন্ন যন্ত্রের চাহিদা বেড়ে যায়। এর মধ্যে অন্যতম হলো রুম হিটার। রুম হিটার একটি ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে বদ্ধ পরিবেশে ঠান্ডা আবহাওয়াকে গরমে পরিণত করে। অনেকেই আছেন যারা রাত্রে রুম হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। এতে কি শরীরের ওপর বিরু প্রভাব পড়ে না। তাই রুম হিটার চালানোর আগে তার ক্ষতিকর দিকগুলো জানা জরুরী। চলুন তাহলে ক্ষতিকর দিকগুলো জেনে নিই।

  • হিটার থেকে যে গরম হাওয়া বের হয় তা অনেক সময় ত্বককে শুষ্ক করে দিতে পারে।
  • অনেক সময় হিটারের গরম বাতাসে মাথাব্যথা হতে পারে।
  • এমন অনেক হিটার আছে যেগুলো থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয় যার ফলে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিতে পারে।
  • অনেক সময় ধরে রুম হিটার চালিয়ে রাখলে ত্বক এবং চোখের আর্দ্রতা শুষে নেয়। যার ফলে চোখ লালচে ভাব, এলার্জি দেখা দিতে পারে। বিশেষ করে রুম হিটার চালিয়ে রাখলে চোখের কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের আশঙ্কা থাকতে পারে।
  • যাদের হার্টের রোগ আছে তারা ঘুমানোর সময় রুম হিটার বন্ধ করে ঘুমান। কারণ রুম হিটারে থাকা থাকা কার্বন মনোক্সাইড সংস্পর্শে আসলে হার্ট অ্যাটাকে ঝুঁকি বেড়ে যায়
  • অতিরিক্ত রুম হিটার চালানোর ফলে রুমে কার্বন-মনোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বমি বমি ভাব, মাথা ঘোরা, শ্বাস- প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে।
  • রুম হিটার ব্যবহারের সময় ঘরের দরজা জানালা আংশিক খোলা রাখুন। এতে অনেকটাই বিপদ থেকে এড়াতে পারবেন।
  • রুম হিটার চালানোর সময় চা পানীয় না পান  করাই উচিত।
  • রুমে হিটার চালানোর সময় দাহ পদার্থগুলো দূরে রাখুন।

FAQ: সাধারণ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ কোন রুম হিটারটি ভালো?

উত্তরঃ বাংলাদেশে অনেক রুম হিটার রয়েছে তার মধ্যে ভালো রুম হিটার হল ওয়ালটন এবং ভিশন। দামে কম এবং সাশ্রয়ই বটেও।

প্রশ্নঃ রুম হিটার কি বিদ্যুৎ সাশ্রয়ী?

উত্তরঃ হ্যাঁ। বাজারে অনেক রুমে রয়েছে যেগুলো বিদ্যুৎ সাশ্রয়ী ।

প্রশ্নঃ রুম হিটারের বাতাস খেলে কি অক্সিজেন কমে যায়?

উত্তরঃবাজারে অনেক রুম হিটার রয়েছে যেগুলো ব্যবহার করলে অক্সিজেনের ঘাটতি পড়ে না। কিন্তু অতিরিক্ত ব্যবহারে ক্ষতি হতে পারে।

প্রশ্নঃ রুম হিটার কি দিয়ে তৈরি?

উত্তরঃ রুম হিটার সাধারণত বৈদ্যুতিক কয়েল দ্বারা গঠিত। যা বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক হিটার নাইক্রোম কুন্ডলী দ্বারা গঠিত।

মন্তব্যঃরুম হিটারের দাম কত?

আজকে আমাদের এই পোষ্টের রুম হিটারের যাবতীয় বিষয়াদী আলোচনা করা হয়েছে। তাছাড়াও রুম হিটারের সুবিধা ও অসুবিধা বা ক্ষতির দিক আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এবং এই পোষ্ট করে আপনার পছন্দের রুম হিটারটি ক্রয় করতে পারবেন। 

রুম হিটার কেনার পাশাপাশি ব্যবহার করা নিয়ম কানুন জেনে ভালো থাকুন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url