২০০০ টাকার মধ্যে রাউটার । সেরা ২০ টি রাউটারের মডেল ও দাম

আপনি কি ২০০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। কেননা আজকের পোস্ট থেকে জানতে পারবেন ২০০০ টাকার মধ্যে রাউটার এবং সেরা ২০টি রাউটারের মডেল ও দাম সম্পর্কে। এই রাউটারগুলি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যা দীর্ঘদিন ব্যবহার করা যায়।

২০০০-টাকার-মধ্যে -সেরা-২০-টি-রাউটারের-মডেল-ও-দাম

আপনি যদি বাসা বাড়িতে মোবাইল অথবা কম্পিউটারে দ্রুতগতি ইন্টারনেট সংযোগ পেতে চান, তাহলে আপনাকে ওয়াইফাই চালাতে হবে। আর ওয়াইফাই চালাতে রাউটার লাগবে। বর্তমান বাজারে ২০০০ টাকার মধ্যে দ্রুতগতির ইন্টারনেট রাউটার পাওয়া যায়। তাহলে চলুন ২০০০ টাকার মধ্যে রাউটার সম্পর্কে আলোচনা করা যাক।

পোস্ট সূচিপত্রঃ ২০০০  টাকার মধ্যে রাউটার

২০০০  টাকার মধ্যে রাউটার

বর্তমান সময়ে ২০০০ টাকার মধ্যে অসংখ্য দ্রুতগতির ইন্টারনেট সম্পন্ন রাউটার পাওয়া যায়। যেগুলোতে সর্বশেষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। বর্তমানে রাউটার কোম্পানির মালিকগুলো গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্যে কম বাজেটের মধ্যে ভালো রাউটার দিয়ে থাকে। আপনার বাজেট যদি হয় ২০০০ টাকা তাহলে আপনি দ্রুতগতির ইন্টারনেট সংযুক্ত রাউটার পেতে পারেন।

আপনি যদি বাসা বাড়িতে মোবাইল কিংবা কম্পিউটারে দ্রুতগতির ইন্টারনেট পেতে চান তাহলে আপনাকে ওয়াইফাই ব্যবহার করতে হবে। আর ওয়াইফাই চালাতে গেলে রাউটার দরকার। বর্তমানে ২০০০ টাকার মধ্যে ভালো মানের ইন্টারনেট গতি সম্পন্ন রাউটার পাওয়া যায়। রাউটার গুলো সর্বশেষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যা দীর্ঘদিন ব্যবহার করা যায়।

বর্তমানে রাউটার বা ওয়াইফাই কোন বিলাসিতা নয় বরং এটি একটি প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। দৈনন্দিন জীবনে দ্রুতগতির ইন্টারনেট সবারই চাহিদা। কিন্তু পৃথিবীতে জালের মতো ইন্টারনেট ছড়িয়ে থাকা সত্ত্বেও ভালো ডিভাইসের অভাবে তা গ্রাহকরা উপভোগ করতে পারে না। তাই দ্রুতগতি ইন্টারনেট সেবা পেতে হলে ভালো মানের রাউটার দরকার। বাজারে বা অনলাইনে বিভিন্ন মডেলের ২০০০ টাকা দামের মধ্যে দ্রুত ইন্টারনেট সম্পন্ন রাউটার পাওয়া যায়।

বর্তমান সময়ে সিম কোম্পানিগুলো এমবি রেড এত বাড়িয়ে দিয়েছে যে, সাধারণ মানুষের ক্ষেত্রে মাসব্যাপী ইন্টারনেট সেবা গ্রহণ করা সম্ভব হয় না। অন্যদিকে, আবার সিমে নেটওয়ার্ক পায়না বলে ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। আর যদি ঘরে অল্প টাকার মধ্যে রাউটার লাগিয়ে ওয়াইফাই কানেকশন করে ঘরে বসেই কাজ করা যায় এতে নেটওয়ার্ক প্রবলেম হয় না।

আরো পড়ুনঃ মার্সেল ফ্রিজ 10 সেফটি দাম কত

বাসা বাড়িতে অথবা দোকানে ব্যবসায়ী কাজের জন্য ২০০০ টাকা রাউটারই যথেষ্ট। মাত্র ২০০০ টাকার মধ্যে যে রাউটারগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু রাউটারের পারফরমেন্স এবং কভারেজ এত ভালো যে আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ বোধ করবেন। তাহলে দেরি না করে চলুন ২০০০ টাকার মধ্যে রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।  

২০০০ টাকার মধ্যে সেরা ২০টি রাউটার

বর্তমান সময়ে মাত্র ২০০০ টাকার মধ্যে দ্রুতগতির ইন্টারনেট সম্পূর্ণ রাউটার বাজারে পাওয়া যায়। তবে রাউটার কোম্পানিগুলো রাউটারের মান ভেদে ২০০০ টাকার মধ্যে যে রাউটার গুলো পাওয়া যায় তার দামের ভিন্নতা লক্ষ্য করা যায়। আপনার বাজেট যদি দুই হাজারের মধ্যে হয় তাহলে আপনি বর্তমান সময়ে সেরা ২০্টি রাউটার দেখতে পারেন যা আপনার বাড়িতে কিংবা দোকানে ব্যবহার করার জন্য উপযুক্ত। তাহলে চলুন ২০টি রাউটারের মডেল ও দাম জেনে আসি।

মডেল দাম
Mercusys MW306R ১০০০ টাকা
Mercusys MW325 ১২০০ টাকা
D-Link R04 N300 ১৩৫০ টাকা
Tenda F3 ১৩৭৫ টাকা
TP-Link TL-WR840N ১৩৯০ টাকা
TP-Link TL-WR850N ১৩৯০ টাকা
Zyxel NBG-418 V2 ১১৫০ টাকা
Zyxel P-661HNU-F1 ১৩০০ টাকা
TP-Link TL-WR841N ১৫১০ টাকা
Mercusys MW330HP ১৫৫০ টাকা
Mercusys AC1D AC1200 ১৫৫০ টাকা
TP-Link TL-WR845N ১৬৫০ টাকা
TP-Link TD-W896 1N ১৮৮০ টাকা
TP-Link Archer C24 AC740 ১৮৯৯ টাকা
Tenda AC12 AC1200 ২০৫০ টাকা
Mercusys AC12 AC1200 ১৮৫০ টাকা
Hikvision ds-3WR12C AC1200 ১৯৫০ টাকা
TP-Link Archer c54 AC1200 ২১৭৯ টাকা
Ruijie RG-EW300 PRO ২২০০ টাকা
TP-Link Archerc50 ac120 ২২৭৯ টাকা

২০০০ টাকার মধ্যে পকেট রাউটার

২ হাজার টাকার মধ্যে পকেট রাউটার পাওয়া যায়। অনেক সময় বিভিন্ন কাজে গ্রামের বাড়িতে বা লং জার্নিতে যেতে হয়। তখন দেখা যায় মোবাইলের ডাটা থাকলেও সিম নেটওয়ার্কের সমস্যার জন্য ইন্টারনেট সেবা গ্রহণ করা সম্ভব হয় না। আবার ঘরের ভিতরে নেট চলে না, বাড়ির আশেপাশে ইন্টারনেট চললেও মন্থর গতিতে চলে। আর তখন পকেট রাউটারের প্রয়োজন পড়ে। আপনার কাছে যদি পকেট রাউটার থাকে তাহলে মোবাইলের ইন্টারনেটের সমস্যা সমাধান করবে।

আরো পড়ুনঃসিম রিপ্লেসমেন্ট করার সহজ কিছু নিয়ম

পকেট রাউটার ওয়াইফাই নির্বিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা দিবে। পকেট রাউটারের সুবিধা হল ফোনের মত হাতের মুঠোয় দূরে রাখা যায়। পকেটে বা ব্যাগে রেখে দিলে ইন্টারনেটের কোন সমস্যা হয় না। পকেট রাউটারের দাম তুলনামূলক ভাবে একটু বেশি হয়ে থাকে। তাহলে চলুন পকেট রাউটারের মডেল ও দাম জানি।

মডেল দাম
JioFi MF800-4G ১৫৫০ টাকা
MF880-4G/5G ২৬৫০ টাকা
TABWD E5783-Plus LTE ১৯০০ টাকা
OLAX MF982-4G ৩২৭০ টাকা
LTE MF925-4G ২৮০০ টাকা
Jio WD680+LTE ১৬৫০ টাকা
OLAX MT1O LTE ৩১৫০ টাকা
LTE E5782-5G ২৩৯৯ টাকা
PW100-4G ৪৫০০টাকা 
Olax WD680-4G ২৭৯৯ টাকা
Olax M100 ৪০০০ টাকা
Jio MF680s-4G ১৫১৯ টাকা
MF 687-4G ৩০০০ টাকা
Alcatel ee70-4G LTE ১১৫০০ টাকা
Huawei R216 ৮৮০০ টাকা
Olax MF980VS-4G ২৭৯৯ টাকা

ভালো রাউটার চেনার উপায়

ভালো রাউটার চেনা একটি অন্যতম উপায় হচ্ছে রাউটারের গতি, ব্যান্ডউইথ রেঞ্জ, কভারেজ এরিয়া ও প্রয়োজনীয় সকল ফিচারসহ জানা। ভালো রাউটার ক্রয় করার আগে যে সকল বিষয়ে অবশ্যই বিবেচনা করা উচিত তা মধ্যে রয়েছে

  • ভালো মানের রাউটার গুলিতে সকল ধরনের ফিচার উপলব্ধি করা যায়

  • সাধারণ একটি ভালো মানের রাউটার থেকে ৫০মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কানেকশন পাওয়া যায়

  •  রাউটারের কভারেজ এরিয়া বেশি থাকে।

রাউটার কোথা থেকে ক্রয় করব

সাধারণত ২ হাজার টাকার মধ্যে রাউটার ক্রয় করতে হলে আপনাকে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে যেতে হবে। ইলেকট্রনিক্স এর দোকানে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের রাউটার থাকে। আর যদি আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে রাউটার ক্রয় করতে চান তাহলে বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট দারাজ ও রকমারি ব্যবহার করতে পারেন।

তাছাড়া আপনি যদি আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে রাউটার ক্রয় করতে চান তাহলে আপনাকে আলিবাবা বা অ্যামাজন ওয়েবসাইট গুলোতে দেখতে হবে। এইভাবে আপনি ঘরে বসে রাউটার ক্রয় করতে পারবেন। তবে কেনার আগে দামগুলো ভালোভাবে জেনে নিবেন না হলে ঠকার চান্স থেকে যায়।

রাউটার ওয়াইফাই ভালো নাকি মেগাবাইট( mb) ভালো

রাউটার ওয়াইফাই ভালো নাকি মেগাবাইট ভালো সেটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর। আপনি যদি একের অধিক ডিভাইসে ইন্টারনেট সেবা পেতে চান তাহলে আপনার জন্য রাউটার ওয়াইফাই ভালো। আর আপনি যদি একটা ফোন বা একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট সেবা পেতে চান তাহলে আপনার জন্য মেগাবাইট ভালো। 

আরো পড়ুনঃ রেডমি 5 হাজার টাকার ফোন খোঁজেন আপনার সেরাটা

ভালো ইন্টারনেটের জন্য ভালো রাউটার এবং উচ্চ এমবিপিএস গতির ইন্টারনেট উভয় প্রয়োজন। একটি ভালো রাউটার ওয়াইফাই আপনাকে দ্রুত ইন্টারনেট সেবা পেতে সাহায্য করবে। অন্যদিকে এমবিপিএস হল আপনার ডিভাইস কত দ্রুত নেট চলছে তার পরিমাপ। ছোট পরিসরে ইন্টারনেট সেবা পেতে হলে ২০০০ টাকার মধ্যে রাউটার আপনার জন্য বেস্ট সাজেশন হতে পারে।

FAQ: সাধারণ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ অল্প বাজেটে ভালো রাউটার পাওয়া সম্ভব?

উত্তরঃ অবশ্যই। রাউটার কোম্পানীগুলো গ্রাহকদের কথা চিন্তা করে বাজারে অল্প বাজেটে ভালো মনে রাউটার নিয়ে এসেছে।

প্রশ্নঃ একটা ডিভাইসে রাউটার ওয়াইফাই ব্যবহার করা যাবে?

উত্তরঃ আমার মতে, একটা ডিভাইসে রাউটার ওয়াইফাই ব্যবহার না করে এমবিপিএস ব্যবহার করতে পারেন। এতে এর ব্যবহারের খরচটা কমবে। 

প্রশ্নঃ একটি ভালো রাউটারে কতদূর পর্যন্ত ইন্টারনেট কানেকশন পাওয়া যায়।

উত্তরঃ একটি ভালো রাউটারের ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত ইন্টারনেট কানেকশন পাওয়া যায়।

লেখকের মন্তব্যঃ ২০০০  টাকার মধ্যে রাউটার 

প্রিয় পাঠক, আজকের পোস্টে ২০০০ টাকার মধ্যে রাউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং সেরা ২০টি মডেল ও দাম তুলে ধরা হয়েছে। আপনি যদি রাউটার কিনতে আগ্রহী হন তাহলে মডেল গুলো দেখে আপনার পণ্যটি ক্রয় করুন। এই রাউটারগুলো সর্বশেষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।

আশা করি পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে। যদি পোস্টটি পড়ে আপনার সামান্য উপকার হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার যদি কোন মতামত থাকে তাহলে কমেন্ট করবেন আর না হলে যোগাযোগ পেজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url