ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ ২০২৫
ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ অনুযায়ী আজকের পোস্টে থাকছে ব্যাটারি চালিত মোটরসাইকেলের দাম এবং ব্যাটারি চালিত মোটর সাইকেল ব্যবহারের সুবিধা ও অসুবিধা। তাই পোস্টটি সম্পন্ন পড়ে ব্যাটারি চালিত মোটরসাইকেলের যাবতীয় তথ্য সম্পর্কে অবগত হন।
আমাদের সমাজের তরুণদের সবচেয়ে পছন্দের জিনিস হলো মোটরসাইকেল। যত দিন যাচ্ছে তত প্রযুক্তি আপডেট হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারি চালিত মোটরসাইকেল তৈরি করা হয়েছে। যা পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী। তাহলে চলুন মোটরসাইকেলের দাম বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
পোস্ট সূচিপত্রঃব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ
- ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ
- ব্যাটারি চালিত মোটরসাইকেলে দাম ও মডেল
- ব্যাটারি চালিত সাইকেল দাম বাংলাদেশ
- ব্যাটারি চালিত মোটর সাইকেলের সুবিধা
- ব্যাটারি চালিত মোটর সাইকেলের অসুবিধা
- ব্যাটারি চালিত মোটরসাইকেল কোথায় পাওয়া যায়
- কেন ব্যাটারি চালিত মোটরসাইকেল কিনবেন
- শেষ কথাঃব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ
ব্যাটারির চালিত মোটরসাইকেল দাম বাংলাদেশ
আধুনিক বিশ্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সকল প্রয়োজনীয় জিনিস বানানো হচ্ছে। সকল প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি হলো ব্যাটারী চালিত মোটরসাইকেল। ব্যাটারি চালিত মোটরসাইকেলের দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। মোটরসাইকেল বা ইলেকট্রনিক্স মোটরসাইকেল হল জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং সহজে রক্ষণাবেক্ষণ করা যায় বলে, এটি দীর্ঘদিন ব্যবহার করা যায়।
আমাদের সমাজের তরুণদের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদেরও মোটরসাইকেল একটি পছন্দের
জিনিস। এক সময় ছিল যখন মোটরসাইকেলে ডিজেল ব্যবহার করা হতো। উন্নত
প্রযুক্তির ফলে ডিজেল চালিত মোটরসাইকেল থেকে ব্যাটারি চালিত মোটরসাইকেলে পরিণত
করেছে । ব্যাটারি চালিত মোটরসাইকেল বা ইলেকট্রনিক্স মোটরসাইকেল চার্জের মাধ্যমে
চালানো হয়।
একসময় মোটরসাইকেল তেল ব্যবহার করে চালালে সেটি ছিল ব্যয়বহুল কিন্তু
ইলেকট্রনিক্স মোটরসাইকেল আশায় মানুষ বৈদ্যুতিকের সাহায্যে চার্জের মাধ্যমে
মোটরসাইকেল চালিয়ে থাকে। এটি ডিজেল চালিত মোটরসাইকেল থেকে শব্দ দূষণ কম। এই
ব্যাটারিগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় বিদ্যুৎ খরচ অনেক কম।
তাছাড়া মোটরসাইকেলে ইনস্টলকৃত ব্যাটারিগুলো অল্প সময়ে চার্জ হয়ে
যায় বলে, ব্যাটারির উপর চাপ না পড়ায় দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকে এবং ব্যবহার
করা যায়। একবার চার্জ দিলে সারাদিন অনায়াসে চলে যায়। ব্যাটারি চালিত
মোটরসাইকেলগুলোতে তুলনামূলক খরচ কম হয়ে থাকে। আবার ইনস্ট্যান্ট সার্ভিস পাওয়া
যায় ।
আপনি হয়তো ব্যাটারিতে মোটরসাইকেল দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তা এই পোস্টে
এসেছে। এবার তাহলে নিশ্চয়ই ব্যাটারি চালিত মোটরসাইকেলের দাম ও মডেল সম্পর্কে
জানতে চাচ্ছেন। তাহলে চলুন মোটরসাইকেল এর দাম ও মডেল জেনে আসি।
আরো পড়ুনঃ মার্সেল ফ্রিজ 10 সেফটি দাম কত ? বিস্তারিত জানুন
ব্যাটারি চালিত মোটরসাইকেলে দাম ও মডেল
মানুষ বিভিন্ন জায়গায় মোটরসাইকেল ব্যবহার করে. অনেকেই আছে শখের বশবর্তী হয়ে
মোটরসাইকেল কিনে চালায়। আবার অনেকেই আছে প্রয়োজনে তাকে মোটর সাইকেল। যারা খাবার
ডেলিভারি কাজ বা সিম্পল পর্ণ ডেলিভারির কাজ করেন তাদের জন্য আগের কোম্পানি
নিয়ে এসেছে বাজারে অনেক মাইলেজ সম্পন্ন স্কুটার ব্যাটারি চালিত মোটরসাইকেল।
যা আপনার ভ্রমণ কি করে আনন্দময় এবং কাজে স্বাচ্ছন্দ নিয়ে আসবে। তাহলে চলুন
মোটরসাইকেলের দাম ও মডেল জেনে আসি।
| মোটরসাইকেলের মডেল | দাম |
|---|---|
| Akij Durjoi | 97500 Taka |
| Akij Samrat | 92000 Taka |
| Akij Ponkhiraj | 78500 Taka |
| Akij Sathi | 115000 Taka |
| Akij Duronto | 107500 Taka |
| Explait Egole | 17500 Taka |
| Green Tiger GT-LEO | 155000 Taka |
| Green Tiger GT-Mint | 135000 Taka |
| Green Tiger GT-Vive x | 85000 Taka |
| Exploit M3 | 13000 Taka |
| Akij Durber | 145000 Taka |
| Akij Durdanto | 17000 Taka |
ব্যাটারি চালিত সাইকেল দাম বাংলাদেশ
বর্তমানে ব্যাটারি চালিত সাইকেলের অনেক চাহিদা রয়েছে। সে চাহিদার কথা মাথায় রেখে সাইকেল কোম্পানিগুলো ব্যাটার রেজাল্ট সাইকেল আমদানি করেছে। যাদের বাজেট কম তারা ব্যাটারি চালিত সাইকেল কিনতে পারেন। অনেকে আছে যারা বিভিন্ন জিনিসপত্র ডেলিভারি করে তারা সাইকেলগুলো কিনে চালাতে পারেন। ব্যাটারি চালিত সাইকেলের দাম 50000 টাকা থেকে শুরু হয়। তবে বিভিন্ন উৎসব উপলক্ষে ডিসকাউন্টে পেতে পারেন। তাহলে চলুন ব্যাটারি চালিত সাইকেল এর মডেল ও দাম জেনে আসি।
| সাইকেলের মডেল | দাম |
|---|---|
| Green Tiger | 55500 Taka |
| Green Tiger | 52000 Taka |
| Optims | 49500 Taka |
| Sperk | 62000 Taka |
| BRONCO | 55500 Taka |
| BD TESLA | 64000 Taka |
| I-AM | 50000 Taka |
| Drogon | 78000 Taka |
ব্যাটারি চালিত মোটর সাইকেলের সুবিধা
ব্যাটারি চালিত মোটরসাইকেল কেনার আগে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো জানা বুদ্ধিমানের কাজ। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারি চালিত মোটরসাইকেল তৈরি হয় এর সুযোগ সুবিধা অনেক। তাহলে চলুন ব্যাটারি চালিত মোটরসাইকেল গুলোতে কি কি সুবিধা রয়েছে আলোচনা করি-
- এই মোটরসাইকেল গুলো ব্যাটারি চালিত বলে ক্ষতিকর ধোয়া নির্গত হয় না। এটি পরিবেশবান্ধব, জ্বালানির সাশ্রয়ী এবং টেকসই।
- ব্যাটারি চালিত মোটরসাইকেল গুলোতে শব্দ কম হয়। এতে শব্দ দূষণ হওয়ার কোন সম্ভাবনা নেই।
- ডিজেল চালিত মোটরসাইকেল থেকে ব্যাটারি চালিত মোটরসাইকেল অনেক বেশি রক্ষণাবেক্ষণ সহজ হয়।
- বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হয় বলে খরচ অনেক কম হয়।
- পেট্রোল চালিত মোটরসাইকেল থেকে ব্যাটারি চালিত মোটরসাইকেল গুলোতে যন্ত্রাংশ কম থাকায় রক্ষণাবেক্ষণ সহজ এবং সহজে ভাঙে না।
- পেট্রোল চালিত মোটরসাইকেলের বিরক্তিকর ইঞ্জিন শব্দ থেকে ব্যাটারি চালিত মোটরসাইকেলে বিরক্তিকর শব্দ নাই।
- ব্যাটারি চালিত মোটরসাইকেল গুলোতে আপনি ভারী জিনিস বহন করে নিয়ে যেতে পারবেন।
- ব্যাটারি চালিত মোটরসাইকেল গুলো চার্জ দিতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে লাগে।
ব্যাটারি চালিত মোটর সাইকেলের অসুবিধা
ব্যাটারি চালিত মোটরসাইকেল গুলোতে যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধা
রয়েছে। তাহলে চলুন নিম্নে সমস্যাগুলো বা অসুবিধা গুলো আলোচনা করি-
- গতি কম। বয়স বাড়ার সাথে সাথে ব্যাটারির গতি কমে যায় বা নষ্ট হয়ে যায়।
- দূরপাল্লার জার্নিতে যেতে ব্যাটারির চার্জ না থাকার ভয়।
- চার্জ দিতে তুলনামূলক বেশি সময় লাগে।
- বসার সিটের সাইজ ছোট। তাই একের অধিক বসলে অস্বস্তি লাগে।
ব্যাটারি চালিত মোটরসাইকেল কোথায় পাওয়া যায়
ব্যাটারি চালিত মোটরসাইকেল এর দাম ও মডেল, সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হয়েছেন। তাহলে এবার ব্যাটারি চালিত মোটরসাইকেল গুলো কোথায় পাওয়া যায় সেটা তো জানা জরুরী তাই না। তাহলে চলুন কোথায় পাওয়া যায় আলোচনা করি। ব্যাটারি চালিত মোটরসাইকেল বা সাইকেল বিভিন্ন শোরুমে কিনতে পাওয়া যায়। আপনি যদি সরাসরি শো রুমে গিয়ে পছন্দ করে ইজিবাইক কিনতে চান তাহলে আপনার নিকটস্থ কোন মোটরসাইকেল শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুনঃরুম হিটারের দাম কত?সেরা ৫ ব্যান্ডের রুম হিটার
তাই আপনাকে বলে দেবে ব্যাটারি চালিত মোটরসাইকেল কোথায় পাওয়া যাবে। আর আপনি
যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক্স মোটরসাইকেল বা ব্যাটারি চালিত
মোটরসাইকেল কিনতে চান তাহলে আপনাকে বড় বড় অনলাইন ওয়েবসাইটে ভিজিট করতে
হবে। মোটরসাইকেলের অনলাইন মার্কেটপ্লেস গুলো হল Bd sell, bikroy.co,BIKES GUDS
ইত্যাদি গুলোতে ভিজিট করে আপনার পছন্দের ইলেকট্রিক বাইক কিনতে পারেন।
কেন ব্যাটারি চালিত মোটরসাইকেল কিনবেন
ইতিমধ্যে আপনারা ব্যাটারি চালিত মোটরসাইকেলের অনেকগুলো তথ্য সম্পর্কেই জানতে
পেরেছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন যে, কেন আমরা পেট্রল চালিত মোটরসাইকেল না
কিনে ব্যাটারি চালিত মোটরসাইকেল কিনব? আপনার প্রশ্নটি যুক্তিসঙ্গত। মানুষের
চাহিদা অনুযায়ী বা বাজেট অনুযায়ী যে কোন জিনিস ক্রয় করা উচিত।
আপনার যদি পরিবারের সদস্য সংখ্যা কম হয় আর আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনার জন্য ব্যাটারি চালিত মোটরসাইকেলেই ঠিক আছে। আপনার যদি শব্দ দূষণ ভালো না লাগে তাহলে আপনি ব্যাটারি চালিত মোটরসাইকেল কিনতে পারেন। ব্যাটারি চালিত মোটরসাইকেল আপনার খরচ কমাতে সাহায্য করে। তাই উপরোক্ত কথা বিবেচনা করে আপনি ইজিবাইক বা ইলেকট্রনিক্স বাইক অথবা ব্যাটারি চালিত বাইক কিনতে পারেন।
শেষ কথাঃব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ
আজকের পোস্টে ব্যাটারি চালিত মোটরসাইকেলের দাম, মডেল, সুবিধা-অসুবিধ্ কেন
ব্যবহার করবেন এগুলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। এই
আর্টিকেলটি পড়ে আপনার পছন্দের এবং বাজেটের মধ্যে ইলেকট্রনিক্স বাইক বা
ব্যাটারি চালিত বাইক কিনতে সহজ হবে।
আমি আশা করি আজকের পোস্টটি পড়ে আপনার ভালো লাগবে। পোস্টটি পড়ে যদি এতটুকু আপনার উপকার হয় তাহলে আমার লিখাটা সার্থক। এ পোস্টটি পড়ে যদি আপনাদের কারো মতামত ব্যক্ত করতে আগ্রহ তাহলে কমেন্ট করবেন। পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ


ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url