ওয়ালটন এসির দাম কত? বিস্তারিত জানুন
ওয়ালটন এসির দাম কত? বিস্তারিত জানুন আজকের আর্টিকেলের মাধ্যমে। বর্তমান সময়ে এসি কোন বিলাসিতা নয়, এখন এটি প্রয়োজনীয় একটি জিনিস। আজকের পোষ্টের মাধ্যমে জানতে পারবেন ওয়ালটন এসির দাম এবং বিভিন্ন মডেল সম্পর্কে।
ওয়ালটন কোম্পানি উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাজারে নিয়ে এসেছে
উন্নত ধরনের এসি। গরমে স্বস্তি দিতে এসি একটি প্রয়োজনীয়
জিনিস। আপনারা যারা বাসা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে এসি লাগাতে চাচ্ছেন,
তারা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কোথায় কত টন এসি লাগালে মানানসই
হবে।
পোস্ট সূচীপত্রঃওয়ালটন এসির দাম কত? বিস্তারিত জানুন
- ওয়ালটন এসির দাম কত? বিস্তারিত জানুন
- ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
- ওয়ালটন এসির ১ টনের দাম কত টাকা
- ওয়ালটন এসির ১.৫ টনের দাম ও মডেল
- ওয়ালটন ২ টন এসির দাম ও মডেল
- ওয়ালটন এসি কেন ব্যবহার করবেন
- এসি কেনার আগে যে সব বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত
- ওয়ালটন এসি ব্যবহারের সুবিধা
- FAQ: সাধারণ প্রশ্ন উত্তর
- শেষ কথাঃ ওয়ালটন এসির দাম কত? বিস্তারিত জানুন
ওয়ালটন এসির দাম কত? বিস্তারিত জানুন
ওয়ালটন কোম্পানি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড। সাশ্রয়ী
মূল্য এবং অত্যাধুনিক গ্যাজেট আইটেম সরবরাহ করে গ্রাহকদের মনের জায়গা করে
নিয়েছে দেশীয় ব্যান্ড ওয়ালটন। সেইরকমই হলো ওয়ালটন এসি। যারা ভাবছেন এই
প্রচন্ড গরমে বাসা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে এসি লাগাবেন, তাদের জন্য
আজকের এই আর্টিকেলটি । আপনারা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন বর্তমান বাজারের
জনপ্রিয় ওয়ালটন এসি সম্পর্কে।
শীতের তুলনায় গরম কালে এসির ব্যবহার বেশি হয়। অনেকেই প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে এসি কিনার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এসি কেনার আগে এসি সম্বন্ধে জ্ঞান নেওয়া জরুরী। যেমন, কোন এসি ভাল, কোন এসির দাম কম এবং আপনার চাহিদা অনুযায়ী কোন পরিমাপের এসি প্রয়োজন এগুলা জানা জরুরী। তাছাড়া কোন এসি বিদ্যুৎ সাশ্রয়ী এবং টেকসই এইসব বিষয়ে আগে থেকেই জানা থাকলে এসি কিনলে ঠকবেন না।
আপনারা শুনলে খুশি হবেন যে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে নিয়ে এসেছে
স্মার্ট এসি। যা আপনি রিমোর্ট ফাংশন দিয়ে কন্ট্রোল করার পাশাপাশি, আপনি
ভয়েস দিয়েও ওয়ালটন এসি কন্ট্রোল করতে পারবেন। অল্প বাজেট কিন্তু পণ্য ভালো
মানের দেওয়ায় ওয়ালটন এসি গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে।
ওয়ালটন এসি দুই ধরনের রয়েছে। একটা হল ইনভার্টার এসি এবং অপরটি নন-ইনভাটার এসি। ইনভার্টার এসির দাম নন ইনভার্টার এসির তুলনায় একটু বেশি। নন ইনভাটার এসির তুলনায় ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ী। আকার এবং ভেরিয়েন্ট অনুযায়ী ওয়ালটন এসির দাম বিভিন্ন হতে পারে। আপনার বাজেট অনুযায়ী আপনি এসি কিনতে পারেন।
ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
বাংলাদেশের সেরা ব্র্যান্ডে গুলোর মধ্যে ওয়ালটন হলো সেরা ব্যান্ড। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওয়ালটন কোম্পানি বাজারে সেরা পণ্য সরবরাহ করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ওয়ালটন এসির দাম ৩০০০০ থেকে শুরু হয়, যা যা এসির টন ক্যাপাসিটি, টেকনোলজি, ইনভার্টার এবং নন ইনভার্টার অপর ভিত্তি করে ওয়ালটন এসির দাম ভিন্ন হয়।
আরো পড়ুনঃ ৩০০০০ টাকার মধ্যে সেরা ৫ ব্রান্ডের ফ্রিজ
ওয়ালটন এসি কুলিং সিস্টেম, ইয়ার কিউরিফিকেশন এবং ডি হিউমিটিফিকেশন টেকনোলজির ওপর ভিত্তি করে ৫০০০০ টাকা থেকে শুরু হয় ওয়ালটন এসির দাম। টন ক্যাপাসিটি অনুযায়ী ওয়ালটন এসি ১ টন থেকে ২.৫ টন হয়। তাহলে চলুন দেরি না করে ওয়ালটনের এসি সম্পর্কে জানা যাক-
ওয়ালটন এসির ১ টনের দাম কত টাকা
আকার এবং ভেরিয়েন্ট অনুযায়ী এসির দাম ভিন্ন হতে পারে। ওয়ালটন এসির এক টনের দাম ৪৬৯৯০ টাকা থেকে শুরু। তাহলে চলুন ওয়ালটন এসির ১ টনের মডেল এবং দাম জেনে আসি-
| মডেল | টন বা ক্যাপাসিটি | দাম |
|---|---|---|
| WSI-INVERNE (EXTREME SAVER)-12C |
১ টন | ৭১৯৯০ টাকা |
| WSI-ACC (DIGITAL DISPLAY)-12C | ১ টন | ৭৪৯৯০ টাকা |
| WSI-AVIAN (SUPERSAVER)-12C | ১ টন | ৫৭৯০০ টাকা |
| WSI-AROMA (PRIME SAVER)-12J | ১ টন | ৫৬৯৯০ টাকা |
| WSI-KRYSTALINE (ecOzone)-12F | ১ টন | ৫৯২৯০ টাকা |
| WSI-OCEANUS 100-09J | ১ টন | ৪৬৯৯০ টাকা |
| WSI-COATEC (SUPERSAVER)-12J | ১ টন | ৫৮৯০০ টাকা |
| WSI-COATEC (SUPERSAVER)12F | ১ টন | ৫৮৯০০ টাকা |
| WSI-DIAMOND-12J (FROST CLEAN) | ১ টন | ৫২৯৯০ টাকা |
| WSI-OCEANUS-12J | ১ টন | ৫৪৯৯০ টাকা |
ওয়ালটন এসির ১.৫ টনের দাম ও মডেল
আপনি যদি ওয়ালটন এসির ১.৫ টনের এসি ক্রয় করতে চান তাহলে নিচে দেওয়া মডেল এবং
দাম ভালোভাবে পড়ুন। এবং আপনাদের পছন্দের ওয়ালটন এসি কিনুন। তাহলে
চলুন মডেলের দাম সম্পর্কে জানি-
| মডেল | টন বা ক্যাপাসিটি | দাম |
|---|---|---|
| WSI-INVERNE (EXTREME SAVER)-12C [SMART] | ১.৫ টন | ৭১৯৯০ টাকা |
| WSI-ACC (DIGITAL DISPLAY)-18H | ১.৫ টন | ৮১৯০০ টাকা |
| WSI-AVIAN (SUPERSAVER)-18H (PLASMA) | ১.৫ টন | ৭৬৫০০ টাকা |
| WSI-AROMA (PRIME SAVER)-18M(UV) | ১.৫ টন | ৭২৯৯০ টাকা |
| WSI-KRYSTALINE(PRETO)-18M(BLUETOOTH)) | ১.৫ টন | ৭৮০০০ টাকা |
| WSI-OCEANUS150-15J | ১.৫ টন | ১০৮৫০০ টাকা |
| WSI-COATEC (SUPERSAVER) 18H(SOLAR HYBRID) | ১.৫ টন | ৬৬৯০০ টাকা |
| WSI-DIAMOND-18M (FROST CLEAN) | ১.৫ টন | ৭২৯০০ টাকা |
| WSI-DIAMOND-18M (FROST CLEAN) | ১.৫ টন | ৯৪৬০০ টাকা |
ওয়ালটন ২ টন এসির দাম ও মডেল
২ টন এসি সাধারণত ড্রয়িং রুম, ও হল রুম এবং বড় বড় রুমে লাগানো
হয়। জায়গা যদি বড় হয় তাহলে দুই টন পরিমাপের এসি লাগালে দ্রুত ঠান্ডা
হবে। দুই টন এসির দাম এবং মডেল জানা থাকলে কিনতে সুবিধা হয়। তাহলে চলুন দুই টন
এসির মডেল ও দাম আলোচনা করি-
| মডেল | টন বা ক্যাপাসিটি | দাম |
|---|---|---|
| WSI-INVERNE (EXTREME SAVER)-24H(SMART) | ২ টন | ৯৪৬০০ টাকা |
| WSI-ACC (DIGITAL DISPLAY)-24H | ২ টন | ৯৫৯০০ টাকা |
| WSI-AVIAN (SUPERSAVER)-24H(PLASMA) | ২ টন | ৯২৬০০ টাকা |
| WSI-AROMA (PRIME SAVER)-24H(UV) | ২ টন | ৮৯৯৯০ টাকা |
| WSI-KRYSTALINE-24H | ২ টন | ৯৮৯৯০ টাকা |
| WSI-COATEC (SUPERSAVER)24H | ২ টন | ৯২৬০০ টাকা |
| WSI-DIAMOND-24M (FROST CLEAN) | ২ টন | ৮১৯৯০৯ টাকা |
ওয়ালটন এসি কেন ব্যবহার করবেন
ওয়ালটন হলো শীর্ষস্থানীয় প্রযুক্তির মধ্যে সেরা ব্র্যান্ড। ওয়ালটন এসির মডেল
গুলো উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী ফিচার নিয়ে এসেছে। আপনি যদি বিদ্যুৎ
সাশ্রয়ী, শক্তিশালী এবং টেকসই এসি খুঁজে থাকেন তাহলে ওয়ালটন আপনার জন্য এসি
সেরা। ওয়ালটন এসি ইনভার্টার থেকে নন ইনভার্টার ৩০% থেকে ৪০% পর্যন্ত বিদ্যুৎ খরচ
বেশি হয়।
Walton এসির মধ্যে ইনভার্টার এসিগুলো বিদ্যুৎ সাশ্রয়ী এবং পারফরম্যান্স অনেক
ভালো। এছাড়াও এগুলোতে ইনভারমেন্টাল ফ্রেন্ডলি ফ্রিজেন্ট ব্যবহার করে
পরিবেশ নিরাপদ থাকে। বাজারে অন্যান্য এসির তুলনায় ওয়ালটন এসি সাশ্রয়ী
মূল্যে পাওয়া যায়। walton এসি নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন ধরে স্থায়ী হয়।
আরো পড়ুনঃ অ্যালোভেরা চাষের জন্য মাটির বৈশিষ্ট্য সেরা ১০টি কোশল
ওয়ালটন এসি বাজারের নিয়ে এসেছে উন্নত প্রযুক্তি এবং কপার ফিচার যুক্ত ওয়ালটন
এসি, যা রুমবা অফিসের শোভা বর্ধন করবে। ওয়ালটন এসি তার আধুনিকতার ছোঁয়া দিয়ে
গ্রাহকদের মনকে আকর্ষিত করেছে। এবং গ্রাহক ওয়ালটন পণ্যের ওপর আস্থা এবং
ভরসা পায়। আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন মডেলের ওয়ালটন এসি পেয়ে যাবেন,
আপনার পছন্দের সাথে পারফেক্টলি ম্যাচ করবে।
এসি কেনার আগে যে সব বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত
এসি একটি দীর্ঘমেয়াদী ইনভেসমেন্ট। তাই আপনার স্বপ্নের এসি কেনার আগে
অনেকগুলো বিষয়াদি জানতে হবে, যেন পরবর্তীতে কোন সমস্যা না হয়। নিম্নে বিষয়াদি
নিয়ে আলোচনা করা হলো-
- ঘরের আকার এবং আয়তন অনুযায়ী অনুযায়ী এসি নির্বাচন করতে হবে।
- আপনার ঘর যদি ১০০-১২০ স্কয়ার ফিট হয় তাহলে ১ টন এসি যথেষ্ট
- আপনার ঘর যদি ১২০-১৮০ স্কয়ার ফিট হয় তাহলে ১.৫ টন এসি ভালো
- আর ১৮০-২৫০ স্কয়ার ফিট হয় তাহলে ২ টন এসি যথেষ্ট
- আপনার বাসা বাড়ি বা অফিস অফিসের আকার অনুযায়ী নির্ধারিত ক্যাপাসিটি এসি নির্বাচন করুন। কেননা যত ক্যাপাসিটি বেশি হবে রুম তত তাড়াতাড়ি ঠান্ডা হবে।
- আপনি যে এসিটি কিনছেন সেটি দেখবেন কত পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী। এসির সাইজ এবং ব্যবহারের ওপর ভিত্তি করে প্রতি মাসে কত বিদ্যুৎ বিল আসতে পারে তা জানা যায়।
- এসিতে স্মার্ট ফিচার ও স্মার্ট কন্ট্রোল সুবিধা আছে কিনা সেটা দেখে নিবেন।
- কম্প্রেসার এর গ্যারান্টি কত বছর সেটা দেখে নিবেন। কারণ একটি কম্প্রেসার একটি এসির জীবন। দীর্ঘমেয়াদি কম্প্রেসার সুবিধা হলে নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
ওয়ালটন এসি ব্যবহারের সুবিধা
Walton এসিতে নানা সুবিধা দিচ্ছে ওয়াল্টন কোম্পানি। বর্তমানে ওয়ালটন শোরুম থেকে কোন পণ্য কিনলেই সাথে থাকছে আকর্ষণীয় গিফট সমূহ। ঠিক তেমনি walton এসি কিনে ক্রেতারা পাচ্ছে এক লাখ টাকা পর্যন্ত গিফট জেতার সুযোগ।
- ওয়ালটনের যেকোনো মডেলের নতুন এসি কিনতে পারবেন আপনার বাজেট অনুযায়ী। আবার পুরনো এসি জমা দিয়ে 25% ছাড়ে পাবেন নতুন এসি।
- প্রত্যেক বছর ওয়ালটন কোম্পানি ডিজিটাল ক্যাম্পেইন করে থাকে যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে কেতারা পেতে পারেন লাখ টাকা পর্যন্ত পুরস্কার।
- Walton এসি দিচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের বিক্রয় মূল্যের বিক্রয়োত্ব সেবা এবং দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি।
- Walton এসিকে আপনি ভয়েস কমান্ড বা মুঠোফোন দিয়ে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন।
- Walton এসি কেনার সাথে সাথে অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়। কেননা ভবিষ্যতে যদি আপনার ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড হারিয়ে যায় আপনি সেখান থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
FAQ: সাধারণ প্রশ্ন উত্তর
প্রশ্নঃ পুরনো ওয়ালটন এসি দিয়ে গিয়ে নতুন এসি পাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ। আপনি পুরনো এসি দিয়ে নতুন এসি নিতে পারবেন ২৫%
ডিসকাউন্টে।
প্রশ্নঃ মাটির বাড়িতে কি এসি ব্যবহার করা যায়?
আরো পড়ুনঃ রুম হিটারের দাম কত?সেরা ৫ ব্যান্ডের হিটার
উত্তরঃ না। মাটির বাড়িতে এসি ব্যবহার করা যায় না। কারণ মাটির দেয়াল তাপ শোষণ
করে, এসি ঠান্ডা হওয়া যদি মাটিতে শোষণ করে নেয় তাহলে রুম সহজে ঠান্ডা হয় না
ফলে বিদ্যুৎ বিল বেশি আসে।
প্রশ্নঃ ওয়ালটন ফ্রি ছাড়া কি অন্য ফ্রিজ কেনা যায় না?
উত্তরঃ ওয়ালটন ফ্রিজ ছাড়াও অন্যান্য ভালো ব্রান্ডের ফ্রিজ রয়েছে। যেমন
স্যামসাং, বাটারফ্লাই এসব কোম্পানির এসিও ভালো।
প্রশ্নঃ ওয়ালটন এসি কত % বিদ্যুৎ সাশ্রয়ী।
উত্তরঃ নন ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয় নয়। কিন্তু ইনভার্টার এসি ৩০ থেকে ৪০%
বিদ্যুৎ সাশ্রয়ী।
শেষ কথাঃ ওয়ালটন এসির দাম কত? বিস্তারিত জানুন
আজকের আর্টিকেলটি ওয়ালটন এসির মডেল ও দাম তুলে ধরা হয়েছে। আপনার বাজেট
অনুযায়ী আপনি পছন্দের এসি ক্রয় করে ঘরের শোভা বর্ধন করুন। পোস্টটি
পড়ে যদি আপনার উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন। পোস্ট এর ভিতর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।


ফকটেক ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url